ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

৪৮ ঘণ্টার মধ্যে আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ৯ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ঋতুচক্রে এখন হেমন্ত। ইতিমধ্যে দেশের উত্তর জনপদে জেঁকে বসেছে শীত। এমন অবস্থায় ৪৮ ঘণ্টার মধ্যে মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের উত্তরাঞ্চলে এই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি।

সোমবার ( ৯ ডিসেম্বর) আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানান। 

পূর্ভাবাস অনুযায়ী, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টা সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তরাঞ্চলের কোথাও কোথাও রাতের শেষ থেকে ভোর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

রাজশাহী ও রংপুর বিভাগে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।  

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি